রাজধানীর ওয়ারী মো. ইরফান (৪৮) নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ এসেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে ওয়ারী থানার জয়কালী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। ইরফান গুলিস্তানের নবাবপুর রোড এলাকার একটি ইলেকট্রিক পণ্যের দোকানের কর্মচারী বলে জানা গেছে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার। তিনি জানান, ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের হেলপার জয়কালী মন্দিরের সামনে নামার সময় ইরফানকে ধাক্কা দেন। এতে রাস্তায় পড়ে গিয়ে ইরফান মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি কবির।