নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছে টাঙ্গাইল নাগরপুরের একটি সেবা মুলক সংগঠন, রোজ সমাজ কল্যাণ সংস্থা গোপালপুর।
২০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গোপালপুরে, শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থ গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপকারভোগী মানুষগুলো এই তীব্র কনকনে শীতের মধ্যে শিতের কম্বল পেয়ে খুব খুশি হয়ে রোজ সমাজ কল্যাণ সংস্থার সকলকে ধন্যবাদ জানায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা ফিল্ড সুপার মোঃ নুর-ই আলম খান।
তিনি বলেন, করোনা মোকাবিলায় অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে। তাই আমরা আগের সকলকে করোনা সুরক্ষায় মাস্ক দেই, পরে তাদের হাতে কম্বল তুলে দেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন আপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান, শহিদুল ইসলাম, আবুল বাশার, ইকবাল হোসেন ও কবির হোসেন।