এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সায়মা আক্তার(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(১৯/জানুয়ারি) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপতি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সায়মা মেলা পাঙ্গা ফকিরপাড়ার সবদের আলীর মেয়ে। এলাকাবাসী মাইক্রোবাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,শিশুটি পাঙ্গা চৌপতি সংলগ্ন এলাকায় রাস্তা পার হয়ে তার বাবার দোকানে যাওয়ার সময় দ্রুতগামি একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ০২-১৯০২) তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পরে ।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটিকে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তার পরিবারকে দেওয়া হয়েছে।