তানভীর আহমেদ, তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুরে মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবীর এ জনসচেতনতা মূলক প্রচারণা চালান। এসময় উপজেলার প্রধান সড়ক গুলো ও সদর বাজারে এ সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। পরে তিনি পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ্র প্রমুখ।