এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসুচির (ইজিপিপি) আওতায় চড়াইখোলা ইউনিয়ন পরিষদের শ্রমিককের কাছ থেকে টাকা নিয়ে পুরাতন শ্রমিকদের বাতিল করে,নতুন শ্রমিক দিয়ে কাজ করায় রাস্তায় দাঁড়িয়ে কোদাল-চাংগাই নিয়ে প্রতিবাদ করেছে পুরাতন শ্রমিকরা। এ ছাড়াও বিভিন্ন দপ্তরসহ স্থানীয় সংসদ সদস্যকে অভিযোগ করেছে অসহায় দরিদ্র মানুষ। সোমবার দুপুরে চড়াইখোলা উইনিয়নের সিপাইটারি তিন মাথার মোড়ে শত শত নারী-পুরুষ শ্রমিক ঘন্টাব্যাপি মানববন্ধন করে এ প্রতিবাদ করেন।পুরাতন শ্রমিকদের অভিযোগ জেলা সদরের অন্য ইউনিয়ন গুলোতে পুরাতন শ্রমিক দিয়ে কাজ শুরু করলেও চড়াইখোলা ইউনিয়ন চেয়ারম্যান মাসুম রেজা একতরফা ভাবে পুরাতন শ্রমিকদের বাতিল করে। শ্রমিক প্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে নতুন শ্রমিককের দিয়ে কাজ শুরু করেন।এরই প্রতিবাদে শ্রমিকরা মানববন্ধনসহ লিখিত অভিযোগ করেন।অসহায় দরিদ্রদের দাবি দীর্ঘদিন থেকে আমরা দুই শত টাকায় কাজ করেছি।এখন চারশত টাকায় আমাদেরকে বাদ দিয়ে দালালের মাধ্যমে টাকা নিয়ে তালিকা করে কাজ শুরু করেছে চেয়ারম্যান।আমরা অসহায় মানুষ আমাদের কেউ নেই,যাদের জমি আছে,টিনের ঘড়,গরু আছে তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে চেয়ারম্যান মাসুম রেজা এই ঘটনা করছে,আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই,আমরা পুরাতন শ্রমিক কাজ চাই।এসময় বক্তব্য রাখেন,মোকছেদ আলী,হাছিনা বেগম,মতিয়ার রহমান,শওকত আলী,নুর আলী,রেজিয়া খাতুন,শ্রী মতি পদ রায়সহ আরও অনেকে ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment