ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ বিক্রির দায়ে মনির হোসেন (২১) নামের এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চার হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন। মাছ বিক্রেতা মনির হোসেন সিলেট হবিগঞ্জের কামারপাড়া এলাকার মোঃ জরুমিয়ার ছেলে। রাজাপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোজাম্মেল হক বলেন, অবৈধ জাল উচ্ছেদ অভিযান ও জাটকা উদ্ধার অভিযান পরিচালনা করার সময় লেবুবুনিয়া বাজার এলাকা থেকে ১৫ কেজি জাটকাসহ মনিরকে আটক করা হয়। এরপর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস্য আইনে দ-বিধি ৫ এর ১ ধারায় মনির হোসেন নামের এক মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।