প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সুনামি আঘাত হেনেছে। সুনামির আশঙ্কা করা হয়েছিল জাপানও। তবে পরে ওই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের অস্বাভাবিক স্রোতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৫ জানুয়ারি) টোঙ্গার উপকূলে হুনগা টোঙ্গা-হুনগা হাপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। এর জেরে দেশটির দক্ষিণ প্রশান্ত মহাসাগর উপকূলে ভূকম্পন অনুভূত হয়। সে সময় টোঙ্গার আবহাওয়া দপ্তর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করে।
জানা গেছে, টোঙ্গার রাজধানী নুকু’আলোফা থেকে ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের পর রাজধানী পর্যন্ত ছাই উড়ে আসার খবর পাওয়া গেছে। টোঙ্গার ভূতাত্ত্বিক বিভাগ জানায়, আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পর ২০ কিলোমিটার পর্যন্ত গ্যাস, ছাই ও ধোঁয়া পৌঁছে যায়। এ সময় সমুদ্রে কয়েক মিটার উচু ঢেউয়ের সৃষ্টি হয়।