আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলার সময় ৫ জুয়ারীকে আটক করেছে উপজেলা থানা পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি ) রাতে ৫ জুয়ারীর বিরুদ্ধে রাজাপুর থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন ।
আটককৃতরা হলেন উপজেলার বাঘড়ী এলাকার শামসুল সিকদারের ছেলে নজরুল ইসলাম সিকদার ( ৩৫ ) রোলা এলাকার আব্দুল রশিদ খানের ছেলে আব্দুল সালাম খান ( ৫৫ ) সাংগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে বাবুল মৃধা (৫৯) সাতুরিয়া ইউনিয়নের আব্দুস সোবাহানের ছেলে মো. পলাশ হাওলাদার ( ২৫ ) ও বামনখান এলাকার জগবন্ধু হালদারের ছেলে পুলক হালদার ( ৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর ইউনিয়নের মেডিকেল মোড় এলাকায় পলাতক আসামী মোঃ আবুল কালাম মোল্লা বাড়িতে অভিযান চালানো হয়। জুয়া খেলারত অবস্থায় সেখান থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩ শত আশি টাকা এবং ৩টি অ্যান্ড্রয়েড ফোন ও ২ টি বাটন ফোন উদ্ধার করা হয়।
রাজাপুর থানার পুলিশের কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। আসামীদেরকে ঝালকাঠি জেলহাজতে পাঠানো হয়েছে।