ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ)’ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের টাউনহলস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশনার সনাক সভাপতি, প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আতিকুর রহমান (জাগো নিউজ), সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক কাজী সোলায়মান সুমন (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন (বাংলা নিউজ২৪.কম), নির্বাহী সদস্য শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), খালিদ হাসান তালুকদার (দিপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার) ও আরিফ সরদার (আমার সংবাদ)।
নব নির্বাচিত কমিটির সভাপতি আল-আমিন তালুকদার জানান, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ এবং পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে এ কমিটি।