টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ইউনিয়নের বেটুয়াজানি উচ্চ বিদ্যালায়ের সংলগ্ন ১টি দ্রুতগামী মোটরসাইকেল চাপায় ৭ বছরের ১ শিশু নিহত হয়েছে।
১১ জানুয়ারী মঙ্গলবার দুপুর আনুমানিক ২.১৫ মিনিটের সময় কেদারপুরগামী দ্রুত গতির এক মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলে নিহত হয়, বেটুয়াজানী গ্রামের মো.জমিরের মেয়ে জুম (৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে মোঃ শান্তু মিয়া (১৬) এর মোটরসাইকেলে পিষ্ট হয়ে মৃত্যুবরন করে জুম।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে শিশু কন্যাকে উদ্ধার করে দ্রুত নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স আনলে, কর্তব্যরত চিকিৎসক ডা. প্রীতিলতা সরকার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় ডা. প্রীতিলতা সরকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। তবে তার বাম কান দিয়ে রক্তক্ষরণ, ডান পা ভাঙ্গা সহ শরীরের বিভিন্ন স্থানে আহত হওয়ার চিহ্ন দৃশ্যমান।
এ ঘটনায় পরিবার সহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ হাসপাতালে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।