গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর হাপাতালের পুরাতন ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এমনটা জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রদ্যক্ষদর্শীদের হতে জনা যায়, হঠাৎ করেই হাপাতালটির পুরাতন ভবনের ছাদে আগুন দেখেন তারা। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এ সময় রোগী ও স্বজনরা দিগবিদিক ছোটাছুটি শুরু করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা জিনিসপত্রে সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।”