মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটে র্যাবের অভিযানে ৪শ ৪০ পিচ ট্যাপেন্টাসহ শাহাদৎ হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রোববার গভীর রাতে সদর উপজেলার নেঙ্গাপীর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শাহাদৎ সদর উপজেলার দেরাইল গ্রামের আব্দুল আলীমের পুত্র।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, আটক মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ।
পরে আটক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment