সিলেটের এমসি কলেজে কর্মরত সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার (৯ জানুয়ারি) দর্শন বিভাগের সেমিনারে সংগঠনের নির্বাহী সদস্য দিলীপ পাশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আহমেদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমরান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সদস্য রেদ্বওয়ান মাহমুদ, আহসান হাবীব, লোকমান হাফিজ, লবীব আহমদ প্রমুখ।
এসময় সংগঠনের নতুন বছরের কার্যক্রম, অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং সভার শেষে সংগঠনের নাম ও লোগো সম্বলিত টি-শার্ট সদস্যদের মধ্যে বিতরণ করা হয়।