রাজশাহীর মোহনপুর উপজেলায় বাবার কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন ছেলে। উপজেলার রায়ঘাটী ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান। তবে এবারের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনের জন্য দলের মনোনয়ন পেয়েছিলেন খলিলুর রহমানের ছেলে বাবলু হোসেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বাবলু হোসেন নৌকা প্রতীকে তিনি বিজয়ী হন। রবিবার দুপুরে বাবার কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন বাবলু হোসেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আয়েন উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সালামসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।