আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৮ জানুয়ারি) রাত ৯.৪৫ ঝুলন্ত লাশ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার মিতু পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে ও রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী । তারা রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার মো. ওয়াহেদ হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।
এলাকাবাসী জানান, তার বাবা মা বাড়িতে নেই। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা বলতে পারবো না। আমরা এখানে এসে দেখেছি ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে উদ্ধার করে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় দ্যা মেইল বিডিকে জানান, ঘটনার খবর জানতে পেরে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।