ইসরায়েলের সংসদে হিব্রুতে কথা না বলে আরবিতে বলায় হেনস্তার শিকার হয়েছেন একজন ইসরায়েলি-ফিলিস্তিনি সংসদ সদস্য। তার নাম ওয়ালিদ তাহা। তিনি ইউনাইটেড আরব লিস্ট দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত বৃহস্পতিবার নতুন বিদ্যুৎ আইন নিয়ে ইসরায়েলের সংসদে কথা হচ্ছিল। যখন ওয়ালিদের কথা বলার সময় আসে, তখন তিনি আরবিতে বক্তব্য দিতে শুরু করেন। তবে সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য ডেভিড আমসালেম তাকে ধমক দেন। চিৎকার করে তিনি বলেন, এটা ইসরায়েলের সংসদ। এখানে হিব্রুতে কথা বলতে হবে।
সংসদের এই অধিবেশনটিতে সভাপতিত্ব করছিলেন মানসুর আব্বাস। ওয়ালিদ তাহা তার দল ইউনাইটেড আরব লিস্টের সদস্য। সর্বশেষ নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে যোগ দেয়। এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা।
এদিকে সংসদে ওয়ালিদ তাহাকে হেনস্তা করার পর সামাজিক মাধ্যমগুলোতে তাকে নিয়ে সমালোচনা করে লিকুদ পার্টির অন্য সদস্যরা। ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ ভাগ হলো ইসরায়েলি-ফিলিস্তিনি। এ কারণে আরবি ইসরায়েলের দাপ্তরিক ভাষা ছিল। কিন্তু ২০১৮ সালে দাপ্তরিক ভাষা থেকে আরবিকে বাদ দেওয়া হয়। সূত্র : হার্টজ পত্রিকা