রাজধানীর মিরপুর থেকে মাশরুফা মাহবুব হামিমা নামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মিরপুর ১১ নম্বর সেক্টরে দাদার বাড়িতে ফুফুর কাছে থাকত।
নিহত হামিমার স্বজনরা জানায়, বছর দুয়েক আগে পড়াশোনার জন্য মাদারীপুর থেকে ঢাকায় আসে সে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হামিমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়। তবে হামিমার মৃত্যুকে তার দাদার বাড়ির স্বজনরা আত্মহত্যা বলে দাবি করলেও, বিষয়টিকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করছেন তার নানার বাড়ির তরফের স্বজনরা।
এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ময়নাতদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। হামিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।