স্টাফ রিপোর্টার : “আড্ডায় জেগে উঠে মানুষের প্রাণ, আলোচনায় বাড়ে গ্রন্থের মান” এই শ্লোগানে নেত্রকোনায় ২১৯তম বোধ সাহিত্য আড্ডা অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়রি) বিকাল সাড়ে ৪টায় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “বোধ” এর আয়োজনে পৌরশহরে মোক্তারপাড়াস্থ কবিতা প্রাঙ্গনে “বোধ” কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিল ‘লোকজ মেলায় নেত্রকোনা’।
কবি সমিত্র সুজনের সঞ্চালনায় ও প্রাবন্ধিক প্রফেসর ননীগোপাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- মদন মহিলা কলেজের অধ্যাপক কবি আনোয়ার হাসান, সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র।
অভিনন্দিতজনরা হলেন, ত্রৈমাসিক সাটহিত্য পত্রিকা “বোধ” এর সম্পাদক ও ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, অধ্যাপক খন্দকার অলিউল্লাহ্, কবি সুমিত্র সুজন ও তানভীয়া আজিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কবি মাহবুব রোমন, সাইফুন্নাহার, শাহীন সবুজ, পহেলি দে, দেবব্রত, নদিম সিদ্দিকি, তালহা ইবনে তাহের মুন্না, লেখক সাগর আহমেদ আরিফ, কন্ঠশিল্পী বর্ষা সরকার, গল্পকার ও সাংবাদিক ফয়সাল চৌধুরী সহ আরো অনেকে।
এতে উপস্থিত লেখক ও কবিরা তাদের সরচিত কবিতা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলায় নেত্রকোনার কবি ও লেখকদের বই ব্যাপক বিক্রি ও পাঠকদের লক্ষনীয় উপস্থিতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।