ধারাবাহিক বাজে পারফরম্যান্সের দরুণ ফের র্যাংকিংয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের পেছনে পড়লেন বিরাট কোহলি।
অধিনায়ক হিসেবে সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভারত দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত পারফরম্যান্স তেমনটা জ্বলে উঠতে পারেনি। গেল দুই বছরে একটি শতকও উপহার দিতে পারেননি তিনি। সদ্য টেস্ট ব্যাটারদের র্যাংকিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে দুই ধাপ পিছিয়ে কোহলির এখন অবস্থান ৯। আর বাবর আজম পৌঁছে গেলেন ৮ নম্বরে।
সমালোচকরা বলছেন, এমনটি খেলতে থাকলে পরবর্তী র্যাংকিং তালিকায় সেরা দশের বাইরে ছিটকে যেতে পারেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলি অবশ্য সেরা ১০ থেকে ছিটকে গেছেন আগেই। সেখানে বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। আর ওয়ানডে র্যাংকিংয়ে বাবর রয়েছেন শীর্ষে। কোহলি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।