দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একই পরিবারের চারজনসহ অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নদীতে ট্রলারকে ধাক্কা দেওয়ার অভিযোগে ‘এমভি ফারহান-৬’ নামের লঞ্চটি জব্দ করেছে নৌ-পুলিশ। গতকাল সন্ধ্যায় ঢাকার কালীগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে জব্ধ করা হয়। এ সময় ‘লঞ্চের ড্রাইভার, মাস্টারসহ চারজনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০-৪০ জন যাত্রী নিয়ে বক্তাবলী ঘাট থেকে ধর্মগঞ্জ চতলার মাঠ ঘাটে আসছিল। অপর দিকে একটি যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ধর্মগঞ্জ চতলার মাঠ গুদারাঘাট বরাবর নদীতে লঞ্চ ও ট্রলারে সংঘর্ষ বাধে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ৩৫/৪০ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন।  নৌ পুলিশের তালিকা মতে নিখোঁজ জাসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া একই পরিবারের। অন্যান্যরা হচ্ছেন মোতালিব, আবদুল্লাহ, আওলাদ, শওকত ও খবির। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, ফতুল্লা থানা পুলিশ, কোস্টগার্ড ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে। ট্রলারডুবির খবর পেয়ে নিখোঁজদের পরিবার ও স্বজনরা নদীর দুই পাড়ে ভিড় করেন। তাদের আহাজারিতে নদীর পাড়ে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিখোঁজদের মধ্যে কলেজছাত্র মোয়াজ্জেম ও কয়েকটি শিশু রয়েছে বলে স্বজন ও প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদাউস বলেন, ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও নদীর পানি কালো হওয়ায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার করা শুরু হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version