ওমিক্রন ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে ইংল্যান্ডের মাধ্যমিকের ক্লাসগুলোতে মুখে মাস্ক পরতে নির্দেশ দিয়েছে বৃটিশ সরকার। স্কুলকে উন্মুক্ত রাখতে মুখ ঢেকে রাখার অস্থায়ী এই ব্যবস্থা নিয়েছে তারা। খবর বিবিসির
অন্যদিকে স্কুল স্টাফদের ৬টি ইউনিয়ন করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে জরুরি পদক্ষেপ হিসেবে দাবি উত্থাপন করেছে। তারা সতর্ক করে বলেছে, বাড়তি ব্যবস্থা না নিলে জাতীয় পর্যায়ে পরীক্ষা ঝুঁকিতে পড়বে।
এছাড়া তারা বাতাস পরিষ্কার বিষয়ক ইউনিট, অনুপস্থিতি সামাল দেয়ার জন্য আর্থিক সহায়তা চেয়েছে। বসিয়ে যাতে পরীক্ষা নেয়া যায়, তাতে সহযোগিতা চাওয়া হয়েছে। অপস্টেড তদন্তকারীদের ওপর শিথিলতা দেয়ার দাবি তোলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
বড়দিনের পরে বৃটেনজুড়ে স্কুলগুলো খুলে যাচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থীদের কোভিড পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে।