ফরহাদ খোন্দকার, ফেনী:
প্রতিবছরের ন্যায় আজ ১ জানুয়ারি ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘বই উৎসব’র মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এ সময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।