দেশের নতনু প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দুর্নীতি একটি ক্যান্সার। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় কোনো কম্প্রোমাইজ নয়।’
আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না।’
মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করারও কথা বলেন তিনি।