কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি:
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্থগিত হওয়া খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারিজ স্কুল কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। আর এই ইউনিয়নে প্রাপ্ত ভোট অনুযায়ী ৪৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের (সতন্ত্র প্রার্থী) মো. ওবায়দুল হক।
মো. ওবায়দুল হক বর্তমান চেয়ারম্যান ও খারনৈ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক।
তার প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী সিরাজুল হক চানমিয়া দেওয়ানী পেয়েছেন ৪৬৮৯ ভোট এবং নৌকা প্রতীকের প্রার্থী এবিএম সিদ্দিকুর রহমান পেয়েছেন ৪২০০ ভোট।
গত ২৮ নভেম্বর উপজেলার খারনৈ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বামনগাঁও মিশনারিজ স্কুলকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।