মোঃ বাবুল হোসেন: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৫ই জানুয়ারী বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে তৃতীয় বারের মত ইউপি সদস্য নির্বাচিত হয়ে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান কাওসার আলী মন্ডল। তিনি ২০১১ সালে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দ্বিতীয় বার নির্বাচনে পুনরায় ইউপি নির্বাচিত হয়ে ১০ বছরে এলাকার ছোট্ট ছোট্ট রাস্তা, কালভার্ট, মসজিদ মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অধিকাংশ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এলাকার সাধারণ মানুষের যে কোন বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয় ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয় বারের মত ইউপি সদস্য পদে নির্বাচিত হয়ে ইউপি সদস্য/সদস্যার ভোটে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে এলাকায় দুঃস্থ অসহায় মানুষের মাঝে কোন প্রকার উৎকোচ ছাড়াই সরকারীভাবে প্রাপ্ত ১৫০জনের রেশন কার্ড, ১৭ জনের ভিজিডি, ৩৪ জনের প্রতিবন্ধি, ৮৭ জনের বয়স্ক ও বিধবা, ৩৫জনের মাতৃত্বভাতার কার্ড গুলো করে দিয়েছেন। সরকারী এসব কার্ড করে দেওয়ার নামে ভাতাভোগীদের নিকট থেকে কেউ কোন প্রকার উৎকোচ নেওয়ার প্রমান দিতে পারলে তিনি তার নির্বাচনী মাঠ থেকে সড়ে দাড়াবেন বলে জানান। শুধু তাই নয়, তার ওয়ার্ডে বাল্য বিবাহ , মাদক, নারী নির্যাতন ও চোরাচালান নিয়ন্ত্রনে অগ্রণী ভ‚মিকা পালনসহ করেছেন এলাকার অসংখ্য রাস্তায় ব্রিফ সোলিং, হিয়ারিং, ড্রেন, কালভার্ট, ইউড্রেন, গাইড ওয়াল নির্মাণ করেছেন। তিনি ৬নং ওয়ার্ডে ১০ বছরে প্রায় কোটি টাকার সরকারের উন্নয়ন কাজ সম্পাদন করেছে। আর ২৫% রাস্তার কাজ বাকী আছে। সরকারী ভাতা গুলো প্রায় শতভাগ হওয়ার পথে। আগামীতে নির্বাচিত হলে সেই কাজ সম্পাদন করবেন বলে সাংবাদিকদের জানান।