টাঙ্গাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে কুকুর কামরানোর আতংক বিরাজ করছে পানান গ্রামে।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শিশুকে কামড় দেয়। এর পর ধারাবাহিকভাবে অনেকেই কামড়াতে থাকে পাগলা কুকুরটি।
এখন পর্যন্ত পানান গ্রামের কমপক্ষে ৫ জনকে কামড় দিয়েছে বলে জানা যায়। কোরবান মাতাব্বর এর ছেলে মুরাদ (৫), ময়নালের ছেলে আলমগীর (৩০), সাদ্দামের ছেলে আনাস (৫), দরবেশের ছেলে সাজ্জাদ (১৪), নজরুলের স্ত্রী আসমা বেগম (৪০) কে পাগলা কুকুর কামড় দিয়েছে বলে জানা যায়।
মুরাদের আম্মা বলেন, আমার ছেলে রাস্তায় খেলা করছিল হঠাৎ কুকুর এসে আক্রমণ করে, এতে আমার ছেলে মাটিতে পড়ে যায় লোকজন এসে উদ্ধার করে।