শেখ জহিরুল ইসলাম, নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী মধুপুর বাজারের ৭টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে।
গত বুধবার দিবাগত রাত দেড়টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে নান্দাইল উপজেলার বাসিন্দা ৭জন ব্যাবসায়ীর প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে।
খবর পেয়ে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল মালেক।
অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ৪ জন ঘর মালিক হলেন, মো. হায়দার আলী, আঃ জব্বার, রতন মিয়া ও গিয়াস উদ্দিন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী রঞ্জিত সরকার বলেন,আমরা সবাই মধুপুর বাজারের ভাড়াটিয়া ব্যাবসায়ী। সকলের মালামাল ও পুঁজি আগুনে পুড়ে যাওয়ায় এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। সরকারী ভাবে আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করছি।