আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ভাবনা বড়াল ( ৪৭ )নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর)সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আওরাবুনিয়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় । নিহত ভাবনা বড়াল ওই গ্রামের গোপাল বড়ালের স্ত্রী ।
স্থানীয়রা জানায় , বুধবার রাত থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না । অনেক খোঁজার পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি কড়াই গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখা যায়।পরে কাঁঠালিয়া থানার পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।