মোঃ বাবুল হোসেন:
জয়পুরহাটে র্যাবের অভিযানে ৯ মাদকসেবী আটক করেছে। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- মিজানুর রহমান রানা (৪৫), পিতা মোঃ মাহমুদুল হক, সাং-চিত্রাপাড়া বঙ্গবন্ধু রোড, মোঃ বুলবুল হোসেন (৩৭), পিতা-মৃত লোকমান হোসেন, সাং-মাষ্টার পাড়া মোঃ আঃ আলিম (৩৮), পিতা- মৃত আঃ জব্বার মন্ডল, সাং-বিশ্বাস পাড়া শ্রী ভুট্টু উরাও (৩৫), পিতা- মৃত সুধির উরাও, সাং-মাষ্টার পাড়া মোঃ সাইদুল ইসলাম (৪০), পিতা- মৃত আবুল কাসেম মন্ডল, সাং-হানাইল বুম্বু, মোঃ আজাদুল ইসলাম (৩৫), পিতাÑ মোঃ আলাউদ্দিন, সাং- শ্যামপুর মোঃ সুজন মন্ডল (৩৬), পিতা-মোঃ হবিবর মন্ডল, সাং-খঞ্জনপুর, মোঃ রাব্বি মন্ডল (২৯), পিতা-মোঃ শহিদুল মন্ডল, উভয় সাং-খঞ্জনপুর সর্বথানা- জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, সোম মুর্মু (৪০), পিতা-মৃত নিমাই মুর্মু, সাং-বাগডাঙ্গা, থানা-বিরোল, জেলা-দিনাজপুরদেরকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, তাদের মাদক সেবন অবস্থায় হাতে নাতে আটক করা হয়। পরে আটক মাদকসেবীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা