আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর। ঘরের মাঠে আসছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজই হবে নিউজিল্যান্ডের জার্সিতে তার শেষবার সাদা পোশাকে খেলা। আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ব্যাট-প্যাড তুলে রাখবেন।
টুইটারে এই ঘোষণা করেন রস টেইলর। টুইটারে তিনি লিখেছেন, আজ আমি আগামি গ্রীষ্মে দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে আরও দুইটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয়টি ওডিআই খেলার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করছি। ১৭ বছরের অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয় ।
প্রাক্তন অধিনায়ক এক বিবৃতিতে জানিয়েছেন, এটি একটি অসাধারণ যাত্রা এবং আমি যতদিন আমার দেশের প্রতিনিধিত্ব করেছি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। খেলায় কিছু শ্রেষ্ঠদের সঙ্গে এবং তাদের বিপক্ষে খেলা এবং সেই পথে অনেক স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করা খুবই সৌভাগ্যের বিষয়। কিন্তু সব ভালো জিনিসের অবসান হওয়া উচিত এবং সময়টা আমার জন্য সঠিক মনে হয়।