মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ
পাথরঘাটা থানার কাকচিড়া ইউনিয়ন আমতলী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ফারুক পহলান (৪৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। ফারুক কাকচিড়ার আমতলী গ্রামের মৃত্যু আলতাফ পহলানের ছেলে।
বুধবার রাত ৯ টার (২৯ ডিসেম্বর) রাতে তার বাসা থেকে তাকে আটক করা হয়।
পাথরঘাটার থানার সাব ইন্সপেক্টর মোঃ মামুন ও মেঃ বেলায়েত হোসেন সমাজদর্পন নিউজকে জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ বাজারে অবস্থান করছেন, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পাথরঘাটার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ ফারুকে আটক করা হয়।অফিসার ফোর্সদের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ীর বাসা থেকে ৫০০ গ্রম গাজা উদ্ধার পূর্বক গ্রেফতার করে। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।