মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন পঞ্চম ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর, আটাপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থীগণের সাথে আরচণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে উপজেলার উচাই সেভেন্থ ডে- অ্যাডভেন্টিস্ট মারানাথা সেমিনারী মিশনের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভ‚ঞা, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। এসময় উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রতিদ্বন্ধী প্রার্থীরা উপস্থিত ছিলেন।