ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধি:
“ফেনীর ঐতিহ্যবাহী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জয়নাল আবেদীন হাজারী’র জানাযায় মানুষের ঢল ..!
আজ বিকেল ৪টায় সরকারি পাইলট স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সাংসদ, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী’র জানাযায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ফেনীর গণমানুষের নেতা, ফেনী জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়.ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাই
এসময় উনারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন.!
জানাযায় আরও উপস্থিত ছিলেন ফেনীর মাননীয় জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনী জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমদ সহ জেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ..!