তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিজয়ী মেম্বার প্রার্থী ফিরোজ কবিরের সমর্থকদের হামলায় পরাজিত মেম্বার প্রার্থী সাহারুলের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, হরিরামপুর ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থী ফিরোজ কবির মিছিল নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পরাজিত মেম্বার প্রার্থী সাহারুলের উপর হামলা চালায় তার সমর্থকরা। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় সাহারুলকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল আছি। কি কারণে সাহারুলের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।