নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে এ সভা অনুষ্টিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো.আহমার উজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো.সারওয়ার জাহান। মতবিনিময় সভায়
নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধি,আইন মেনে চলা। সুষ্ট সুন্দর গ্রহণ যোগ্য নির্বাচনের বিষয়ে প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান, উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষতি মহিলা সদস্য প্রার্থী সহ প্রমুখ।
নান্দাইলে আগামী ৫ জানুয়ারী ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৬২ জন,সাধারন সদস্য পদে ৩৯৯জন,সংরক্ষিত মহিল সদস্য পদে ১৩৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।