স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে টানা চারবার পাশ করে উপজেলায় রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান হাবিব। গত ২৬ ডিসেম্বর রবিবার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গাগলাজুর ইউপিতে প্রতিদ্বন্ধী প্রার্থীকে দিগুণ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান হিসেবে টানা চারবারের মতো পাশের এ রেকর্ড গড়েন হাবিব।
স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ইউপি নির্বাচনে গাগলাজুর ইউপিতে মোট পাঁচজন চেয়ারমান পদে প্রতিদ্বন্ধীতা করেছেন। এরমধ্যে হাবিবুর রহমান দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। আর বাকিরা সবাই স্বতন্ত্রপ্রার্থী। এই ইউপিতে মোট বৈধ ভোট পড়েছে ১০ হাজার ৬৪৮টি। এরমধ্যে মো. হাবিবুর রহমান চার হাজার ৮১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. গোলাম রসুল খান দুই হাজার ২০১ ভোট পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালে গাগলাজুর ইউনিয়ন থেকে প্রথম চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন হাবিবুর রহমান হাবিব। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। জনগণের সাথে নিবিড়ভাবে মিশে গিয়ে তাদের কল্যাণে কাজ করে যাওয়ার ফলে পরে একের পর এক নির্বাচনে পাশ করে লাগাতার। এই দীর্ষ সময়ে তাকে পরাজিত করতে বহু চেষ্টা করেছে প্রতিপক্ষ, কিন্তু কোনো লাভ হয়নি। জনকল্যাণ আর জনপ্রিয়তাই তাকে ভোটের মাঠে এগিয়ে নিয়ে গেছে।
এ বিষয়ে মো. হাবিবুর রহমান বলেন, ২০০৩ সালে প্রথম মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলাম। এরপর চশমা প্রতীকে নিয়ে নির্বাচন করেছি। পরের দুই বার দলীয় প্রতীক নৌকা নিয়ে পাশ করেছি। এবার প্রতিদ্বন্ধী স্বতন্ত্রপ্রার্থী গোলাম রসুল খান হিন্দু ভোটারদেরকে ভয় দেখিয়ে আমাকে ভোট দেওয়া থেকে বিরত করেছে। তারপরও দ্বিগুণ ভোট পেয়ে পাশ করেছি। জনগণের কল্যাণে সবসময় কাজ করেছি বলেই বিপুল জনসমর্থন পেয়েছি বারবার। সারা জীবন গনঘনের সেবা করেই কাটাতে চাই।