স্টাফ রিপোর্টার : নেত্রকোনা পৌরশহরে রাজুর বাজার রেলক্রসিং এলাকায় আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌনে একঘন্টার চেষ্টায় ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা লেপ-তোষকের তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত ও পরে গ্যাস সিলিন্ডারের দোকানের সিলিন্ডার বিস্ফোরনের আগুনের তীব্রতা বেড়েছে।
ক্ষতিগ্রস্থরা হলেন- লেপ-তোষকের তুলার দোকানের মালিক রহিছ উদ্দিন, চাউল ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মো. শরীফ, রেডিও ও টিভি মেরামতের মেকানিক মনির, ফলের দোকানের আব্দুল হাই ও মুদি দোকানি হাবিকুল।
নেত্রকোনা সদর ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় পৌনে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তদন্তের পরে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হবে। গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর অগ্নি নিরাপত্তা জন্য প্রয়োজনীয় সামগ্রী ও লাইসেন্স ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।