শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাতে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় সালুটিকর ডিগ্রি কলেজে সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায়
গোয়াইনঘাটের বিভিন্ন এলাকার শীতার্ত, হতদিরদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং নন্দিরগাঁও ইউপির দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এস. কামরুল হাসান (আমিরুল)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে গোয়াইনঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। আজকের এই শীতবস্ত্র বিতরণ সামনে আরোও বৃহৎ পরিসরে হবে আমরা আশাবাদী। যিনি এই মহতী কাজে সহযোগিতা করেছেন তাঁকে ধন্যবাদ জানাই। সবাই সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের জন্য দোয়া করবেন যাতে ছাত্র পরিষদ ভবিষ্যতেও তাঁদের কার্যক্রম এভাবে গতিশীল রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ এর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, শাহ গ্লোবাল গ্রুপের অপারেশন ম্যানেজার তোরাব আলী, সিলেট জেলা যুবলীগ নেতা এম মহিউদ্দিন মহি, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিসবাহ আহমদ, গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সম্রাট তারেক, নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুমিন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলাজুর রহমান, সমাজসেবক সাজু আহমদ, বিলাল আহমদ।
আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লোকমান হাফিজ, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নাদিম হাসান, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সদ্য সাবেক প্রচার সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, তোফায়েল আহমদ, শামিম আহমদ সবুজ, সুফিয়ান আহমদ বুলবুল, তিবিয়ান মাহবুব, ফখর উদ্দিন, সুহেল আহমদ, পারভেজ আহমদ, শাওন চন্দ, মামুনুর রশীদ, মিনহাজুল ইসলাম মাজেদ, ইকবাল হোসেন, হাসান আহমদ প্রমুখ।