বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ১ হাজার ৭৩ বস্তা সার জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভবানীপুর বাজারে আকন্দ ট্রেডার্সে অভিযান চালানো হয়।
জানা যায়, ভবানীপুর বাজারে খুচরা সার বিক্রেতা আকন্দ ট্রেডার্সের একটি গোডাউনে সহস্রাধিক বস্তা সার মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও র্যাব-১২ সদস্যরা অভিযান চালায়। এ সময় গোডাউন থেকে পটাশ সার ৬৩৩ বস্তা, ড্যাপ সার ৪৪০ বস্তা জব্দ করা হয়। এ সময় তার একটি চালানে দেখা যায় যশোর নোয়াপাড়া থেকে সার ক্রয় করে চান্দাইকোনার কনক ট্রেডার্স কিন্তু সেই সারগুলো আকন্দ ট্রেডার্সে ঘরে পাওয়া যায়।