চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ১১ মাসে কানাডার পুলিশ মোট ৬৪ জনকে গুলি করেছে। এর মধ্যে ৩২ জন মারা যান।
খবরে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটির পুলিশ ৬৪ জনকে গুলি করেছে। এর মধ্যে ৩২ জন মারা যান। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ বিচারবর্হিভুত হত্যা।
দেশটির আলবের্টা প্রদেশিক পুলিশের উপদেষ্টা ও আলবের্টা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগের অধ্যাপক টেমিটপ অরিয়লা বলেন, আমি পুলিশের এই নির্মম আচরণে গভীর উদ্বিগ্ন। তিনি পুলিশের এ আচরণ বিধির পরিবর্তন চান।
খবরে আরও বলা হয়েছে, এর আগের বছর অর্থ্যাৎ ২০২০ সালে দেশটির পুলিশ ৬০ জনকে গুলি করে। এদের মধ্যে ৩৬ জন প্রাণ হারান। ২০২০ সালে পুলিশের গুলিতে এক বছরের এক শিশুও নিহত হয়েছিল। গত বছরের ডিসেম্বরে অন্টারিও প্রদেশে একটি গাড়ি থামাতে গুলি চালালে এর ভেতর গুলিবিদ্ধ হয়ে শিশুটি নিহত হয়।
গত দুই বছর যাদের গুলি করে হত্যা করেছে পুলিশ, তাদের বেশিরভাগই তরুণ, অর্ধেকই উপজাতি এবং ১৭ শতাংশ কৃষ্ণাঙ্গ। ৮১ শতাংশ পুলিশের গুলির ঘটনার পেছনে ছিল অস্ত্রধারীদের হামলা প্রতিহত করার প্রচেষ্টা। এর মধ্যে ছুরি হামলা ৫২ শতাংশ এবং বন্দুক হামলা ৩১ শতাংশ।