রাজধানীর অভিজাত হোটেলে সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়েছে। এই ড্রাফট থেকে অনেকে দল পেলেও পাননি এক সময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। দু’জনেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এক সময়।
সর্বমোট সাত রাউন্ডে ড্রাফট অনুষ্ঠিত হলেও কোনোবারই তাদের নিয়ে আগ্রহ দেখায়নি ছয় ফ্র্যাঞ্চাইজির কেউ। এছাড়া লেগ স্পিনার নিয়ে অনেক কথা হলেও জুবায়ের হোসেন লিখন ছাড়া কেউ দল পাননি। এক সময়ের আলোচিত এই স্পিনারকে নিয়েছে সিলেট সানরাইজার্স। তিনি সুযোগ পেলেও পাননি গত বিশ্বকাপে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাওয়া আমিনুল ইসলাম বিপ্লব। গত পাকিস্তান সফরেও খেলেছেন তিনি।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকেও দলে নেয়নি কেউ। পেস বোলিং অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমনকেও নেয়নি কোনো দল।
টেস্ট দলের নিয়মিত মুখ পেসার আবু জায়েদ রাহীও সুযোগ পাননি কোথাও। এছাড়া টেস্টের ওপেনার ও গেল পাকিস্তান সফরে টি-টোয়েন্টি অভিষেক হওয়া সাইফ হাসানকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।