বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ(২৭ডিসেম্বর) দুপুর ১২ টার সময় বিশ্ববিদ্যালয় নিকটস্থ ঘোনাপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে
এই বিষয়ে হাইওয়ে পুলিশ সাব-ইনসপেক্টর মারিদুল ইসলাম বলেন,” ঢাকা টু খুলনা হাইওয়ে রোডে দোলা বাসের সাথে অটো ভ্যানের একটি সড়ক দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনায় ভ্যানচালকসহ ২জন যাত্রী আক্রান্ত হন।২জনের মধ্যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাইসুল ইসলাম শুভ ঘটনাস্থলে মারা যান এবং অপর যাত্রী চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাসটি পুলিশ হেফাজতে আছে এবং সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দোলা পরিবহণের উক্ত ঘাটনায় ড্রাইভারকে ধরে হস্তান্তর করতে দোলা পরিবহণ কর্তৃপক্ষকে ১ঘণ্টা সময় দিয়েছেন।