প্রবাসী কমিউনিটি নেতা মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান ও ছাতকের সিংচাপইড়ে অবস্থিত একতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার রাতে নগরীর তালতলাস্হ ওয়েলফুড সেন্টারে হল রুমে এক সংবর্ধনা দেয়া হয়।
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে ও ভাঁতগাও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান প্রার্থী, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রবাসী কমিউনিটি নেতা, মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান ও ছাতকের একতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সাংবাদিক সমকাল সিলেটের ব্যুরো চীফ মুকিত রহমানী, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা ছাদিকুর রহমান ছাদিক, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এস এম আমজাদ,
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ময়না, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী রাহেল আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ আবুল বাছিত, প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, ইমরান চৌধুরী, ফয়সল চৌধুরী, এমদাদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সিনিয়র সদস্য ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মনসুর আলী, যুবনেতা এস এম সেফুল, যুবনেতা আবু শামীম, আবুল বশর, সাংগঠনিক সম্পাদক শাহ ওলিউর রহমান, সাংবাদিক আবু জাবের, শাহ কামাল, সাইদুজ্জামান প্রমুখ।