সিলেটের উদীয়মান অভিনেতা বেলাল আহমেদ মুরাদ। ইউটিউব চ্যানেলে প্রচারিত সিলেটি ভাষার নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মুরাদ এখন কাজ করছেন বাংলা নাটক ও চলচ্চিত্রে। এবার তার সফলতার মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেখা মিলবে মুরাদের। রাইজিংবিডি কে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জমকালো আয়োজনে শনিবার (১১ ডিসেম্বার) সন্ধ্যায় ‘ইত্যাদি’র নতুন পর্বের রেকর্ডিং হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে শেষ হয়েছে। জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেতের সঞ্চালনা ও পরিচালনায় দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত ইত্যাদির এই পর্ব আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে।
এ ব্যাপারে বেলাল আহমেদ মুরাদ জানান, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অংশ হতে পেরে আনন্দিত। ইত্যাদিতে সচেতনতামূলক নাটিকায় অভিনয় করেছেন তিনি।