জামালপুরের তিন উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ৪টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়সহ সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন অফিসের বেসরকারি ফলাফলে-বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে নৌকা প্রতীকের আলমগীর কবির আলমাস এবং বাট্টাজোড় ইউনিয়নে মোখলেছুর রহমান জুয়েল বিজয়ী হয়েছেন।
সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের সবকটিতেই নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, সাতপোয়া ইউনিয়নে আবু তাহের, কামরাবাদ ইউনিয়নে আব্দুস ছালাম, ভাটারা ইউনিয়নে বোরহান উদ্দিন বাদল, মহাদান ইউনিয়নে আনিসুর রহমান জুয়েল, ডোয়াইল ইউনিয়নে আব্দুর রাজ্জাক স্বপন, পোগলদিঘা ইউনিয়নে আশরাফুল আলম মানিক এবং আওনা ইউনিয়নে বেল্লাল হোসেন।
মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়াও অন্য তিনটিতেও নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, কড়ইচুড়া ইউনিয়নে মোজাম্মেল হক, গুনারীতলা ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সাজু এবং সিধুলী ইউনিয়নে মাহবুবুর রহমান মিরন।