মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ৯৬ নং দক্ষিণ রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও চর পালরদী খেয়াঘাট সড়কের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভা মেয়র এস এম হানিফ, মাদারীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী বাবুল আকন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার,কালকিনি উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বেল্লাল সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার ও অন্যান্যরা।