মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
চতুর্থ ধাপে মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (ডিসেম্বর-২৬) সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।
নির্বাচনে বেসরকারিভাবে রাজৈর: ইশিবপুর ইউনিয়নে মোশাররফ মোল্লা, বাজিতপুর ইউনিয়নে হালিম ফকির, কবিরাজপুর ইউনিয়নে টিপু সুলতান, পাইকপাড়া ইউনিয়নে শাহজাহান মোল্লা, কদমবাড়ী ইউনিয়নে বিধান বিশ্বাস,হরিদাসদী মাহেন্দ্রদী ইউনিয়নে রেজাউল মাতুব্বর, শিবচর: সন্ন্যাসীরচর ইউনিয়নে আব্দুর রউফ হাওলাদার, উমেদপুর ইউনিয়নে নুরুজ্জামান জামান মুন্সী, ভদ্রাসন ইউনিয়নে আব্দুর রহিম বেপারী নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, দেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হলেও মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা উন্মুক্ত করা হয়েছে।