ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধি :
এমপি শিরীন আখতারকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন পরশুরামের মির্জানগরের নিহত শাহীন চৌধুরীর ছেলে-মেয়েরা। পিতা হত্যায় জড়িত ভুট্টু চেয়ারম্যান ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী…
রবিবার দুপুরে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার নিহত শাহীন চৌধুরীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে পরশুরামের কাউতলীর বাড়ীতে গেলে তারা এ দাবী জানান।এসময় পরিবারের সদস্যদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।পরে এমপি স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে শাহীন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আকবর ভূঁইয়া, স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফজলুল বারী মনসুর,জাসদ নেতা মোশাররফ হোসেনসহ আওয়ামীলীগ ও জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।