বাক-স্বাধীনতা নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইটে তিনি বলেন, মহানবীকে (সা.) অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়- প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্যকে আমি স্বাগত জানাই।
ইমরান খান বলেন, ইসলামফোবিয়ার ব্যাপারে পুতিন যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, তা পুরো বিশ্বের বিশেষ করে অমুসলিম নেতাদের কাছে ছড়িয়ে দিতে হবে।
এর আগে পুতিন বলেন, মহানবী হযরত মুহাম্মাদকে (সা.) অসম্মান করা বাকস্বাধীনতার কোনো বিষয় নয়। এ ধরনের কাজ ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং যারা ইসলাম ধর্ম পালন করে, তাদের পবিত্র অনুভূতিতে আঘাতের শামিল। গত বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে রাশিয়ার প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন ছাড়াই শৈল্পিক স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দেন।
ভাষণে পুতিন আরো বলেন, এ ধরনের বিকৃতমনা কাজ উল্টো প্রতিশোধের জন্ম দেয়। উদাহরণ হিসাবে তিনি হযরত মুহাম্মাদের (সা.) একটি নিন্দামূলক স্কেচ প্রকাশ করার পর প্যারিসে চার্লি হেবদো ম্যাগাজিনের সম্পাদকীয় অফিসে হামলার কথা উল্লেখ করেন।
পুতিন সাধারণভাবে শৈল্পিক স্বাধীনতার প্রশংসা করেছেন। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, এরও একটি সীমা রয়েছে এবং এর দ্বারা অন্যান্য স্বাধীনতাকে কখনোই লঙ্ঘন করা উচিত নয়।
বহু-জাতি গোষ্ঠীকে সাথে নিয়েই রাশিয়া বিকশিত হয়েছে মন্তব্য করে রুশ প্রেসিডেন্ট বলেন, এ কারণেই রাশিয়ানরা অপরের ঐতিহ্যকে সম্মান করতে অভ্যস্ত।