ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও কর্মী সমর্থকদের সতর্ক করতে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন সাংসদ আব্দুল হাই।
তিনি বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরে আসুন, ক্ষমা করে দেব..” এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বলেন,’.. বাপের নাম ভুলায়ে দেব…’।
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই শনিবার বিকালে শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরী ইউনিয়নের কাজীপাড়া স্কুল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন।
ইউনিয়নটিতে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামিলুর রহমান বিপুল নৌকার কান্ডারী হয়ে লড়ছেন।
ইউপি নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দলের সদ্য বহিষ্কৃত নেতা আওলাদ হোসেন। তিনি লড়ছেন আনারস প্রতিকে।
শনিবার বিকালের এই নির্বাচনী পথসভায় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম সহ জেলা ও শৈলকুপা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শত শত কর্মী-সমর্থক লগি-বৈঠা নিয়ে উপস্থিত হয়, তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।
পাঁচ জানুয়ারী এই উপজেলার ১২ টি ইউনিয়েন নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের সব ইউনিয়নে আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিদ্রোহী প্রার্থীরা সরব রয়েছে।